দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে সেবা পাক্ষিক-২০২৫ কর্মসূচির হিসেবে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25th Sept. 2025: দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে সেবা পাক্ষিক-২০২৫ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিব্যাঙ্গদের বিভিন্ন সহায়ক উপকরন বিতরন করা হয়। পাশাপাশি চিফ মিনিস্টার স্কিম ফর পারসন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিজ এর অনুমোদন পত্রও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সমাজ শিক্ষা দফতর ও যুব বিষয়ক ক্রীড়া দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজ হাতে দিব্যাঙ্গদের বিভিন্ন সহায়ক উপকরন বিতরন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অক্টোবর মাস থেকে মূল প্রক্রিয়া শুরু হবে, আজ শুধু চিফ মিনিস্টার স্কিম ফর পারসন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিজ এর অনুমোদন পত্র প্রদান করা হয়েছে। আস্তে আস্তে করে তার পরিধি বৃদ্ধি করা হবে। এরপর প্রতি মাসে মাসে সার্টিফিকেট প্রদান করা হবে। এরজন্য ব্যয় হবে প্রায় ৪৪ লক্ষ ৫৫ হাজার টাকা। আমাদের লক্ষ্য হল সকলকে এর আওতায় আনতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
