ত্রিপুরা স্টেল ইলেক্ট্রিসিটি কর্পোরেশন দপ্তরের অধীনে ১০৪ টি পোস্ট নিয়োগের জন্য অনুমতি প্রদান করেছে রাজ্য মন্ত্রীসভা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Oct. 2025: মঙ্গলবার মহাকরনের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্যের পর্যটন, পরিবহন এবং খাদ্য ও জন সংভরন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, সুচি অনুসারে আজ আমাদের ক্যাবিনেট মিটিং সংগঠিত হয়েছে। তাই বরাবরের মতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে অফিসিয়ালি রাজ্যবাসিকে অবগত করতে চায়। ইলেট্রিকেল, ম্যাকানিকেল ও সিভিলে ১০৪টি ম্যানেজার পদে শূন্যপদ পূরণ করার প্রস্তাব রাখা হয়েছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে গ্রেড-এ ও গ্রেড-বি’তে এই পদে নিয়োগ করা হবে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে ১০৪টি ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ পূরণ করবে বলে মন্ত্রী জানান।
