গোপন খবরের ভিত্তিতে কদমতলা কুর্তি এলাকায় বন দপ্তরের অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর পরিমাণ সেগুন কাঠ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 21 Jun.গোপন খবরের ভিত্তিতে কদমতলা কুর্তি এলাকায় বন দপ্তরের অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর পরিমাণ সেগুন কাঠ। শনিবার ধর্মনগর মহকুমার কুর্তি মধ্য রাজনগর এলাকায় কুর্তি থেকে তারাকপুর যাওয়ার মূল সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করে রাখা সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা।এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের যুগ্ম আধিকারিক নবারুন দে। সঙ্গে ছিলেন ধর্মনগর মহকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চুরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার ও লালছড়া ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে একটি নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল সেগুন কাঠগুলি। অভিযানে প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানালেন যুগ্ম আধিকারিক নবারুন দে।তিনি বলেন, প্রাথমিক অনুমান কাঠ গুলো সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি করে মজুদ করা হয়েছিল। পরবর্তী সময়ে আসামে পাচার করার পরিকল্পনা ছিল কাঠ পাচারকারীদের। তবে এখনো পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এখন বন আইনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বন দপ্তর। বন দফতরের এই অভিযান জারি থাকবে বলে জানা গেছে ও