২০১১ সাল। তুমুল ব্যস্ততায় ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’ ছবির শুটিং করছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। গাড়ির চালকের আসনে শাহরুখ। পাশে বসে সহ অভিনেতা অ্যালি খান। আর পিছনের শিটে বসে রয়েছেন ফারহান। বার্লিনের রাস্তায় জোরে ছুটছে গাড়ি। ঠিক এই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গেল উলটে। ব্যস, শুটিং বন্ধ। প্রযোজকের পকেট থেকে গায়েব হল আড়াই কোটি টাকা!ভাবছেন এ আবার কেমন কাণ্ড! ব্যাপারটা সম্প্রতি খোলসা করলেন অভিনেতা অ্যালি খান। এক সাক্ষাৎকারে শাহরুখের কথা উঠতেই, অ্যালি বলেন, ”ডন ২ ছবির শুটিং আজও ভুলতে পারিনি। বিশেষ করে গাড়ি নিয়ে চেজিং দৃশ্য। শাহরুখ তখন গাড়ি চালাচ্ছেন। আমি তাঁর পাশেই বসে। হঠাৎ করেই গাড়ির পিছনে আটকানো ভারী ক্যামেরার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুরোই উলটে যায়। আমরা কেউই আহত হয়নি।
তবে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার মূল্য আড়াই কোটি টাকা। পুরো ব্যাপারটায় শাহরুখ কিন্তু একটুও ঘাবরে যাননি। বরং অল্প ব্রেক নিয়ে শুটিং শুরু করেছিলেন। ততক্ষণে নতুন ক্যামেরাও চলে এসেছিল।”