এবছর আইপিএলের শুরু থেকে বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্স।

prasenjit
1 Min Read

এবছর আইপিএলের শুরু থেকে বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্স। সেই মুম্বই শিবিরকে খোঁচা দিল লখনউ সুপার জায়ান্টস। পরের মরশুমের মেগা নিলামে রোহিত শর্মাকে পাওয়ার জন্য কি ঝাঁপাবে এলএসজি? মিডিয়ায় এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ২০২৫ সালের মেগা নিলামে রোহিতের জন্য ঝাঁপাবে তারা। ভিডিওয় দেখা যাচ্ছে, এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন, যদি একজন খেলোয়াড়কে নিতে হয়, তাহলে কোন ক্রিকেটারকে নেওয়া হবে? প্রশ্নকর্তার এহেন প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান ল্যাঙ্গার। প্রশ্নকর্তাকে তাঁর পালটা জিজ্ঞাসা, ”কোনও একজনকে চাই? যদি একজনকে চাই…কাকে নেব?” প্রশ্নকর্তা এবার জোর দিয়ে বলেন, ”আমাদের প্রায় সবদিকই কভার করা আছে। আপনি কি মনে করেন রোহিত শর্মাকে পাবেন?”প্রাক্তন অজি তারকার চোখে খেলা করছিল বিস্ময়। প্রশ্নকর্তাকে ল্যাঙ্গারের জবাব, ”রোহিত শর্মা? মুম্বই থেকে আমরা রোহিত শর্মাকে পাব…তাহলে তুমিই আলাপ আলোচনা শুরু কর।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *