সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ঋষ্যমুখ কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের হাতে সাত দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি এক প্রতিনিধি দল।স্মারক লিপিতে উল্লেখিত দাবি গুলো হল, কৃষি তত্ত্বাবধায়কের অফিস ব্লকের কেন্দ্রে স্থাপন করা,উন্নত মানের বীজ বিনামূল্যে সারের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পান চাষীদের সরকারি সাহায্য করা,এ দাবীগুলো সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট ৭ দফা দাবির দাবী সনদ কৃষি তত্ত্বাবধায়কের নিকট তুলে দেন কৃষক সভার পক্ষ থেকে।ডেপুটেশন শেষে কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ বলেন, কৃষি দপ্তরের আধিকারিক তাদের দাবি গুলির কথা শোনেন এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে আশ্বাস প্রদান করে বলে জানান কৃষক সভার নেতৃত্ব।ছয় জনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে ছিলেন সারা ভারত কৃষক সভার বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক সভার নেতৃত্ব মানিক মহাজন, বিকাশ পাল, সুভাষ দত্ত তপন সরকার, কিষান মহাসভার নেতৃত্ব বিকাশ দে।
সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়।
Date: