Bishalgarh Central Jail
সাত সকালে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আসামির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা
Contents
Bishalgarh Central Jailসাত সকালে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আসামির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসাত সকালে কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আসামির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এব্যাপারে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, বুধবার সকালে প্রভুরামপুরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে জিরানিয়ার বাসিন্দা সাজাপ্রাপ্ত আসামি দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে, সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সংশোধনাগারে শৌচালয়ে আসামি দিলীপ দেববর্মা নিজের জীবন দিয়েছেন। ওই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠছে l
নিউজ সুবার্অতা নলাইন সংবাদদাতা । শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ । বিশালগড়