হৃদয় বিদারক ঘটনাl তিন সন্তানকে কুপিয়ে হত্যা ও ছোট বোনকে আহত করে আত্মঘাতি হওয়ার প্রচেষ্টা এক মহিলার। ওই মহিলার পাশবিক তান্ডবে করিমগঞ্জ রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগাঙ্গ গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, রামকৃষ্ণনগরের হরিনগর জিপির ডলুগাঙ গ্রামের শফিক উদ্দিন ও শাহেনা আফরোজ তাদের তিন সন্তান সহ পরিবারকে নিয়ে সুখেই দিন জীবন যাপন করছিলেন।শাহেনার ছোট বোন অর্থাৎ শফিক উদ্দিনের শালিকাও থাকত তাদের সঙ্গে। স্বামী শফিক উদ্দিন প্রতিদিনের মত চলে যান নিজ দোকানে।বাড়িতে ছিলেন স্ত্রী শালিকা সহ তিন সন্তান।।গ্রামের ছোট কিশোররা গরু নিয়ে মাঠে যাওয়ার সময় প্রত্যক্ষ করে যে শরিফ উদ্দিনের স্ত্রী তাঁর সন্তানদের দা দিয়ে কুপাচ্ছেন।এতে তারা চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে আসেন অকুস্থলে।ততক্ষনে তারা দেখতে পান যে তিনটি শিশুর মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়।আর শাহেনার ছোট বোন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে ছটফট করছে।বাড়িতে মানুষের ভিড় আঁচ করে ঘাতক শাহেনা একটি ঘরের দরজা বন্ধ করে ভিতরে চলে যায়।পরে এলাকার জনগন প্রচেষ্টায় ঘরের ভিতরে প্রবেশ করলে দেখেন যে সেও রক্তাক্ত হয়ে মেজোতে পড়ে আছে।এতে এলাকার মানুষ তিন শিশু সহ শাহেনা ও তার বোনকে উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। শাহেনা ও তার বোন প্রাণে বেঁচে থাকার খবর পাওয়া গেলেও তিনটি শিশু আর বেঁচে নেই।জানা গেছে শাহেনার নাকি কিছুটা মস্তিষ্ক বিকৃত রোগ রয়েছে।বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
তিন সন্তানকে কুপিয়ে হত্যা ও ছোট বোনকে আহত করে আত্মঘাতি হওয়ার প্রচেষ্টা এক মহিলার।

Leave a Comment