রান্নার গ্যাসের পালা। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পেট্রোল-ডিজেলের পর এবার রান্নার গ্যাসের পালা। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নয়া দাম। তাতে কোপ নেমেছে উজ্বলা যোজনার সুবিধাভোগীদের উপরও। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫০ টাকা। ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা।” ২-৩ সপ্তাহ অন্তর গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এরফলে মধ্যবিত্তের মাথায় হাত।