মহারাজা প্রদ্যুৎ কিশোরের সংবাদিক সৈকত তলাপাএের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট সেশান আদালতে ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এক সময় আদালতে মামলা দায়ের করেছিলেন মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল আগরতলার জেলা ও দায়রা জজের আদালতে l এদিন আদালতে হাজির হন তিনি। এ প্রসঙ্গে এদিন তিনি জানান, জনৈক ব্যক্তি তাকে এবং তার সমাজের প্রতি বিদ্বেষ মনোভাব দেখিয়ে বিভিন্ন ভাবে অমর্যাদাকর শব্দ ব্যবহার করে ব্যাঙ্গক্তি করে। এতে তার এবং তার জনগোষ্ঠীর মর্যাদাহানি হয়। এদিন তিনি জানান, উত্তর পূর্বের ছাত্র ছাত্রীদেরও অনেক সময় এই ধরনের লোকদের কারনে নানা সমস্যায় পড়তে হয়। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই তিনি এ বিষয়ে বেশি কিছু বলবেন না। তবে তিনি আশাবাদি আদালতে তিনি এবং তার জনগোষ্ঠী ন্যায় বিচার পাবেন। প্রসঙ্গত, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সৈকত তলাপাএের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ডিস্ট্রিক্ট সেশান আদালতে এই দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার। অভিযুক্ত সৈকত তলাপাএকে এদিন আদালতে তোলা হয় l