তরুণ নাট্য শিল্পী বিশাল শর্মার রহস্যজনক মৃত্যু হল। গত ১১ই ফেব্রুয়ারি অ্যকাউন্টেন্ট পদে অফার পান তিনি। কিন্তু নথিপত্রে কিছুটা অসামঞ্জস্যতা ধরা পড়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন ধর্মনগরের বিশাল। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান তিনি। বাড়িতে না ফেরায় থানায় মিসিং ডায়েরি করা হয়।।পরে ধর্মনগর স্টেশনের কাছে মৃতদেহ উদ্ধার হয় তার। তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে চাইছে ধর্মনগরবাসী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ l
রাজ্যের এক তরুণ নাট্য শিল্পীর রহস্যজনক মৃত্যু
Date: