আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে l আবারও দূরপাল্লা লরি ও যাত্রী বোঝায় চার চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় পাঁচজন। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের বনকুমারি এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে একটি ছোট গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক তথা আগরতলা থেকে দূরপাল্লার একটি লরি আসছিল তেলিয়ামুড়ার দিকে। আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের বনকুমারি এলাকায় বাক নিতে গিয়ে লরি ও যাত্রী বোঝায় গাড়ির সাথে সংঘর্ষ ঘটে।প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বিভাগে। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুজন শিশুসহ মোট পাঁচজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অল্পবিস্তার আহত হওয়ার কারণে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। ঘাতক গাড়িটিকে উদ্ধার করতে পারিনি পুলিশ।