আগরতলার ইন্দ্রনগরস্থিত মহিলা ITI-এর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 July.আগরতলার ইন্দ্রনগরস্থিত মহিলা আইটিআই-এর কনফারেন্স হলে মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী দক্ষ উন্নয়ন প্রকল্পের অধীন দ্বিতীয় ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রার্থীদের জন্য ফ্ল্যাগ-অফ প্রোগ্রামের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী দক্ষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা রাজ্য থেকে ছেলে মেয়েদেরকে যারা চাকরির জন্য বা স্বনির্ভর হতে চাই তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সুযোগ করে দিচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজ আমরা রাজ্যের কিছু ছেলে মেয়েদেরকে প্রশিক্ষনের জন্য বাইরে পাঠাব। এটা হচ্ছে হসপিটালিটি ও টুরিজমের উপর। তারা যাতে প্রশিক্ষনের মাধ্যমে আত্ম নির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে মন্ত্রী জানান।