সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শহরাঞ্চলে পানীয় জলের সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুর এলাকায় পানীয় জল সরবরাহের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পরিশোধিত পানীয় জল সরবরাহে কি কি সমস্যা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করেন বিভিন্ন এলাকার কর্পোরেটররা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 July.সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শহরাঞ্চলে পানীয় জলের সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের সকল কর্পোরেটররা সহ জল বোর্ডের প্রতিনিধিরা। বৈঠকে পুর এলাকায় পানীয় জল সরবরাহের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পরিশোধিত পানীয় জল সরবরাহে কি কি সমস্যা রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন এলাকার কর্পোরেটররা। বৈঠকে মেয়র জানান, জলের সমস্যা নিরসনে আমাদের ৪৭ টি নতুন প্রকল্পের মধ্যে ২৪টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সেগুলি উদ্বোধন করা হবে বলে জানান মেয়র। আগামী কয়েক মাসের মধ্যেই বাকি প্রকল্প গুলির কাজ শেষ হয়ে যাবে। নতুন প্রকল্প গুলি চালু হলে শহরাঞ্চলে জলের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।