আগামীকাল বুধবার রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 July.আগামীকাল বুধবার রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, রাজ্য ভিত্তিক মূল মহড়াটি আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ১২টি জায়গায় এই মহড়া অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৬টি বন্যা মোকাবিলা ও বাকি ছয়টি ভূমিধসের বিষয়ে মহড়া অনুষ্ঠিত করা হবে। এই মহরায় অংশগ্রহণ করবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধিরা । পাশাপাশি অংশগ্রহণ করবে আসাম রাইফেলস, মিলিটারি সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগরতলার উমাকান্ত একাডেমিতে শুরু হবে এই মহড়া। এছাড়া আনন্দনগর, বিদ্যাসাগর , কলেজ লেক ও আইজিএম হাসপাতালেও অনুষ্ঠিত হবে এই মহড়া। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় এদিন রাজ্যভিত্তিক একটি বৈঠকও অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে।