রাজ্য পুলিশে মেগা রদবদল।
একসাথে ৫৪টি থানার ওসি অদল-বদল করা হয়েছে। রাজ্য পুলিশ মহানির্দেশকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 17 July.রাজ্য পুলিশে মেগা রদবদল করা হয় । একসাথে ৫৪টি থানার ওসি অদল-বদল করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য পুলিশ মহানির্দেশকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।বিজ্ঞপ্তি অনুসারে যাত্রাপুর থানার ওসি ইনস্পেক্টর সুব্রত দেবনাথকে পূর্ব আগরতলা থানার ওসি করা হয়েছে।তেলিয়ামুড়া থানার ওসি ইনস্পেক্টর রাজিব দেবনাথকে কৈলাশহর থানার ওসি করা হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি রানা চাটার্জীকে পশ্চিম থানার ওসি করা হয়েছে। পশ্চিম থানার ওসি পরিতোষ দাসকে আমতলি থানার ওসি করা হয়েছে।বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনকে উত্তর ত্রিপুরার ডি আই বি’তে বদলি করা হয়েছে। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করকে টি পি সি বি’তে স্থানান্তর করা হয়েছে। এদিকে, টি পি সি বি’ থেকে সঞ্জিত লস্করকে আর কে পুর থানার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আমতলি থানার ওসি হিমাদ্রি সরকারকে সিধাই থানায় স্থানান্তর করা হয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।