২০২৪ লোকসভা নির্বাচনে সারা দেশের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে কংগ্রেস সিপিএম মিলে কৈলাসহর এক রেলি করে। শনিবার পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সিপিএম এবং কংগ্রেস প্রাথমিক অবস্থায় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিটি। তারপর পৌর পরিষদের অফিসের সামনে জমায়েত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী এবং দুই দলের নেতৃস্থানীয় কর্মীবৃন্দ।উভয় দলের নেতৃত্ব বক্তব্য রাখেন এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান তারা।
২০২৪ লোকসভা নির্বাচনে সারা দেশের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে কংগ্রেস সিপিএম মিলে কৈলাসহর এক রেলি করে।
Date: