তিনদিনের জন্য ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।
শুক্রবার সকাল এগারোটায় তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 Aug.তিনদিনের জন্য ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। শুক্রবার সকাল এগারোটায় তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন। এই তিনদিনের রাজ্য সফরে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর।সফরের প্রথমদিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশের সহকারী হাইকমিশন, আগরতলা আইসিপি এবং আখাউড়া স্থল বন্দর পরিদর্শনের কথা রয়েছে। রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজন করেন বলে জানা গেছে।
শনিবার আখাউড়া থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তাঁর।শনিবার আখাউড়া থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তাঁর। আগামী তেসরা আগস্ট সাব্রুম সফরে যাবেন। তিনি সাব্রুম আইসিপি ও মৈত্রী সেতু পরিদর্শন করবেন এদিন। ফিরে এসে দেখা করবেন রাজ্যপালের সাথেও। এদিন তিনি পুনরায় দিল্লির উদ্যেশ্যে রওনা দেবেন l