রবিবার জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সিপিআই পার্টি কংগ্রেসের প্রতিনিধি অধিবেশন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22nd Sept. 2025: রবিবার জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সিপিআই পার্টি কংগ্রেসের প্রতিনিধি অধিবেশন। সোমবার ছিল কংগ্রেসের প্রতিনিধি অধিবেশনের দ্বিতীয় দিন।এবার চন্ডিগড়ের সুধাকর রেড্ডি নগরে অতুল কুমার অঞ্জন সভাগৃহে শুরু হয় প্রতিনিধি অধিবেশন। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ ভগৎ সিং-এর ভাগিনা প্রফেসর জগমোহন সিং। এদিকে, দলীয় পতাকা উত্তোলন করেন পাঞ্জাবের প্রবীণ সিপিআই নেতা ভুপিন্দর সিং সম্ভার।প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করেন সিপিআই সাধারণ সম্পাদক ডি. রাজা। অধিবেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআইএমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য্য ও ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক দেবরাজন সহ বিশিষ্ট ব্যক্তিরা। পার্টি কংগ্রেস অধিবেশন আগামী ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
