গোপন খবরের ভিত্তিতে ফের বহিঃ রাজ্যের এক নেশা কারবারিকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22nd Sept. 2025: গোপন খবরের ভিত্তিতে ফের বহিঃ রাজ্যের এক নেশা কারবারিকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া মোটরস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ধৃতের নাম আব্দুর রব।তার বাড়ি অসমে।সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, রবিবার গোপন খবরের ভিত্তিতে এক নেশা কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে প্রায় সাড়ে সাত কেজি গাজা উদ্ধার করা হয়।এরসঙ্গে নগদ টাকা, আই ডি কার্ড ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ঘটনার তদন্ত করছে পুলিশ l
