সোমবার নব রূপে সেজে উঠা এই মন্দিরের উদ্ধোধন করতে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22nd Sept. 2025: নব রূপে সাজিয়ে তোলা হয়েছে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে । তা আবার প্রসাদ প্রকল্পের মাধ্যমে। সোমবার নব রূপে সেজে উঠা এই মন্দিরের উদ্ধোধন করতে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে বিশেষ বিমানে করে তিনি রাজ্যের এম বি বি বিমান বন্দরে আসেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে উদয়পুরে যান।উদয়পুরে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে উদয়পুর সহ গোটা রাজ্যকে l
