লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার বামুটিয়া বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচার প্রচার কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে নবগ্রাম এলাকা থেকে এই কর্মসূচির সূচনা করেন তিনি। মানুষের বাড়িতে গিয়ে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিরিখে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর জন্য জনগণের প্রতি আহ্বান করলেন তিনি। নবগ্রাম এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এদিন। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি এলাকার শত শত দলীয় সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাতে বিপ্লব কুমার দেবের সমর্থনে রেলি করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে এই কর্মসূচি শেষে জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে আমাদের রাজ্যে ৬ টি জাতীয় সড়কের কাজ প্রায় ৬০ শতাংশ শেষের পথে। আরো ৪ টি জাতীয় সড়কের মঞ্জুরী পাওয়া গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে তা কখনো কল্পনাই করা যায়নি।
লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার বামুটিয়া বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচার প্রচার কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment