পূজা শুরুর আগেই মণ্ডপে প্রতিমা ভাঙচুর !
“‘উদয়পুর ব্রহ্মাবাড়ি সামাজিক উন্নয়ন কমিটির মণ্ডপে প্রতিমা ভাঙচুর ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Sept. 2025: পূজা শুরুর আগেই মণ্ডপে প্রতিমা ভাঙচুর ! উদয়পুর ব্রহ্মাবাড়ি সামাজিক উন্নয়ন কমিটির মণ্ডপে প্রতিমা ভাঙচুর ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চমীর রাত পর্যন্ত উদয়পুর উদয়পুর ব্রম্মা বাড়িস্থিত শীতলা বাড়িতে শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকার লোকজন কাজ করে রবিবার ভোররাতে যে যার মত করে বাড়িঘরে চলে যায়। এরপর সকালে এলাকার লোকজন এসে দেখে মূর্তি ভাঙ্গা। লক্ষ্মী, গণেশ, কার্তিকের হাত ভেঙে রয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসে উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত শীতলা বাড়িতে। এসে দেখে মায়ের মূর্তি ভাঙ্গা। খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। ছুটে আসে পুলিশ। কিছুক্ষণ পর গোমতী জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দেখা হচ্ছে সিসি ক্যামেরা । ধারণা করা হচ্ছে রবিবার ভোরবেলা কোন একটি অ্যাঙ্গেল থেকে এই ঘটনা ঘটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সমস্ত ঘটনার দিকে নজর রাখছে। এই ঘটনা এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।
