রবিবার ৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করল সিপিআইএম।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12th Oct. 2025: রবিবার ৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করল সিপিআইএম। এদিন সকালে সিপিআইএম সদর দপ্তর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব। বাম নেতৃত্ব এদিন জানান যে ১৯৮৮ সালে সন্ত্রাসের বলি হয়েছিলেন ১৩ জন। বীরচন্দ্র মনুর এই ঘটনার শহীদ দিবস এদিন পালন করা হয়। সে দিন দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শহীদ হয়েছিল ১৩ জন। তারা বীরচন্দ্র মনুতে পালন করতে চেয়েছিলেন যেখানে শহীদদের উদ্দেশ্যে শহীদ স্তম্ভ রয়েছে। কিন্তু প্রশাসন থেকে সেখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয় নি। তাই কেন্দ্রীয় ভাবে এখানেই তারা শহীদদের শ্রদ্ধা জানান।
