আলোর উৎসবকে সামনে রেখে রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12th Oct. 2025: সামনেই দীপাবলি উৎসব। আলোর উৎসবকে সামনে রেখে রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে।আসন্ন দীপাবলি ও শ্যামা মায়ের পূজাকে কেন্দ্র করে এখন মন্দিরে চলছে রঙ ও সাজসজ্জার কাজ।শ্যামা মায়ের পূজাকে সামনে রেখে রবিবার কুমারী পূজা সহ বিভিন্ন কার্যক্রম সংবাদ মাধ্যমে তুলে ধরেন জয় মা কালী সন্তান সংঘ ও পূজা কমিটির সম্পাদক টিংকু ঘোষ।তিনি জানান, ইন্দ্রনগর কালী বাড়ি খুব পরিচিত নাম।প্রতি বছরের মত এবছরও আমরা ২৪তম দীপাবলি উৎসব পালন করতে যাচ্ছি। প্রতি বছর আমরা তিনদিন ব্যাপী দীপাবলি উৎসব পালন করে থাকি বলে তিনি জানান।
