ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে
বাম বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার।
সংবিধানের নামে শপথ করে বিধানসভায় অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে বিধানসভা ভবন চত্বরে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বাম বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার। এদিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান যে সংবিধান রচনা করেছিলেন ডঃ বি আর আম্বেদকর । সেই সংবিধানের হাত ধরে শাসক দলের যারা মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন , অধ্যক্ষের আসনে যিনি বসেছেন তার হাতেই বিধানসভার চ্যায়ারে বসে সংবিধান পদ দলিত হয়েছে, আক্রান্ত হয়েছে। এর জন্যই প্রতিকি হলেও ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে তারা সংবিধান বাঁচানোর শপথ গ্রহণ করে বিধানসভার গরিমা ভাঙ্গার জন্য যে অপচেষ্টা চলছে, এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছেন বলে তারা জানান।
Video Link: https://youtu.be/BvruthQqy28 & https://www.facebook.com/share/v/1BoCkNgLR5/