সার্টিফিকেট প্রদানের দাবিতে সোমবার টি আর বিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Oct. 2025: ২০২৪- ২৫ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফল প্রকাশ করা হয়েছে। জানা গেছে, প্রায় দুই হাজারের মত বেকার যুবক-যুবতী এই টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফল প্রকাশ করা হয়েছে কিন্তু দপ্তর এখনো সার্টিফিকেট প্রদান করেনি। ফলে অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবিতে সোমবার টি আর বিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। পাশাপাশি তারা এদিন দাবি করে রাজ্য স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। পাশাপাশি শূন্যপদও রয়েছে অনেক। যতজন পাস করা বেকার রয়েছে তার থেকে বেশি রয়েছে শূন্যপদ। ফলে সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবিও জানায় তারা।
