বহু অপেক্ষার পর ঘোষিত হল ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ ও ফাইনালের চূড়ান্ত দিনক্ষণ। প্লে-অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দেশের এক নম্বর ফুটবল লিগের ফাইনাল হবে আগামী ৪ঠা মে। বৃহস্পতিবার আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছে। আজকের ঘোষণায় সেই খবরেই শিলমোহর পড়ল। দীর্ঘ আট মাসের জমজমাটি লড়াই শেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। প্লে অফের ছটি স্থানের জন্য ১১টি দলের মাঠকাঁপানো যুদ্ধ দেখেছে গোটা দেশ। অবশেষে চলতি মেগা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ছটি দল। মে-র প্রথম শনিবার ফাইনাল হলেও তাতে জায়গা পাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকে। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছনম্বরে থাকা দলগুলি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে প্রথম পর্বের সেমিফাইনাল হবে ২৩, ২৪ এপ্রিল। দ্বিতীয় পর্বের সেমিফাইনাল হবে ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আউট ম্যাচের জয়ী দুই দল। ফাইনাল হবে আগামী ৪ঠা মে। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ওই দিন।
বহু অপেক্ষার পর ঘোষিত হল ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ ও ফাইনালের চূড়ান্ত দিনক্ষণ

Leave a Comment