এবার বড়সড় বদল আসতে চলেছে ভারতীয় ফুটবলে। আগামী মরশুম থেকে উঠে যেতে পারে আইএসএলে এশিয়ান ফুটবলারের জন্য নির্দিষ্ট কোটা। সেই সঙ্গে প্লে এই মুহূর্তে আইএসএলের ক্লাবগুলি ছয়জন বিদেশি ফুটবলার সই করাতে পারে। যদিও মাঠে নামতে পারেন চারজন ফুটবলার। যার মধ্যে একজন হতে হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলির মধ্যে। অস্ট্রেলিয়াকেও ধরা হয় সেই তালিকায়। মোহনবাগানে যেমন দিমিত্রি পেত্রাতোসরা রয়েছেন, তেমনই ইস্টবেঙ্গলে আছেন হিজাজি মাহের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মরশুমে এই নিয়ম বদলাতে পারে।য়ার নেওয়ার ক্ষেত্রে বেতনের সর্বোচ্চ স্তর আরও বাড়ছে বলেই খবর।
এবার বড়সড় বদল আসতে চলেছে ভারতীয় ফুটবলে।
Date: