কেকেআরের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার l সোমবার চিপকে তিনি বল হাতে সম্মোহিত করে রাখলেন নাইট ব্যাটারদের। একই সঙ্গে তৈরি করলেন নতুন নজির। যা আইপিএলে আর কোনও ক্রিকেটারের নেই।
এদিন মাত্র ১৩৭ রানে থেমে যায় কলকাতার ইনিংস। জাড্ডুর স্পিন ঘূর্ণিতে বন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরে যান একের পর এক নাইট তারকা। ১৮ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। নারিন, অঙ্গকৃষ, ভেঙ্কটেশ আইয়ারদের স্পিনের ছোবলে শিকার করেন জাদেজা। শুধু বোলিংয়ে নয়, তাঁর বিশ্বস্ত হাতে জমা পড়ল কলকাতার দুজন ব্যাটারের ক্যাচও। আর তার সঙ্গে আইপিএলে নতুন ইতিহাস তৈরি করলেন সিএসকে অলরাউন্ডার।
কেকেআরের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার

Leave a Comment