কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না… এ কথা কমবেশি সকলেরই জানা। যে কোনও কাজ করার আগে আমাদের ভালো ভাবে ভেবে নেওয়া উচিত। তারপর কাজ করা উচিত। এমনও হতে পারে সঠিক ভাবে না ভাবার জন্য সেই কাজের পরিণতি ভালো নাও হতে পারে। বিসিসিআই নতুন হেড কোচের সন্ধানে রয়েছে। টি-২০ বিশ্বকাপ অবধি রোহিত শর্মাদের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়। কিন্তু তারপর আর দ্রাবিড় চুক্তি বাড়াতে চান না।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বোর্ড টিম ইন্ডিয়ার নতুন কোচের সন্ধানে রয়েছে। অনেকেই দ্রাবিড়ের হটসিটে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার, আইপিএলে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে দেখছেন। এই পরিস্থিতিতে হঠাৎই দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ সংক্রান্ত একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া সাইটে। তারপর থেকে জোর গুঞ্জন শুরু হয়েছে।সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রমই মাঠে এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নেওয়া দরকার।’ ক্রিকেট মহল কিন্তু মনে করতে পারছে না, গম্ভীরের সঙ্গে তাঁর কোনও জটিলতা অতীতে ছিল কিনা। অবশ্য সৌরভ যতটা ধোনি এবং তাঁর সতীর্থদের নিয়ে নানান সময় মন্তব্য করেছেন, গম্ভীরকে নিয়ে দেখা যায়নি। ঘটনা হল, ওয়ান ডে ক্রিকেটে সৌরভ পরবর্তী জমানায় বাঁ হাতি ওপেনার হিসেবে উত্থান হয়েছিল গম্ভীরের।
একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ।

Leave a Comment