টাকার বিনিময়ে যোগশিক্ষা। অথচ পরিষেবা কর দিতে নারাজ! রামদেবের অযৌক্তিক দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট l যোগগুরুর সংস্থা পতঞ্জলী যোগপীঠকে যথাযথ কর দিতে হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণণের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সংস্থা বিভিন্ন জায়গায় যোগ শিবিরের আয়োজন করে। সেই যোগ শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য টাকাও নেওয়া হয়। অথচ, সেজন্য কোনও পরিষেবা কর পায় না সরকার। সংস্থার দাবি ছিল, যোগ শিক্ষা পরিষেবা করের অধীনে পড়ে না। এ বিষয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর আবগারি এবং পরিষেবা কর সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এলাহাবাদ বেঞ্চ জানিয়ে দেয়, যোগগুরুর সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, ওই যোগ শিবির যেহেতু বিনামূল্যে আয়োজিত নয়, প্রশিক্ষণের বদলে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে, তাই সেটা পরিষেবা করের অধীনেই পড়ে। সুতরাং রামদেবের সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে।
রামদেবের অযৌক্তিক দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট l

Leave a Comment