এবার আইনি জটিলতা করিনা কাপুর খান। সৌজন্যে বেবোর লেখা বই। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রী যে বই লিখেছিলেন, তার নাম রেখেছেন ‘করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’। আর এই ‘বাইবেল’ শব্দের ব্যবহারের জেরেই আইনি বিপাকে পড়তে হয়েছে করিনা কাপুর খানকে।খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি যে বই লিখেছেন, সেই বইয়ের নামকরণের জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ উচ্চ আদালতে করিনার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। আর তার জেরেই অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থোনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই করিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার জেরেই বিচারক গুরপাল সিং আলুওয়ালিয়ার বেঞ্চ এই নোটিশ জারি করেছেন।জানা গিয়েছে, করিনা কাপুর খানের পাশাপাশি বুক সেলারের বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয়েছে।
এবার আইনি জটিলতা করিনা কাপুর খান।

Leave a Comment