আচমকাই হাসপাতালে ভর্তি হলেন বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত । না এবার কোনও স্টান্টবাজি নয়। বরং সত্যি সত্যিই এবার হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাখির হৃদপিণ্ডে কিছু সমস্যা ধরে পড়েছে। যে কারণ, মাঝে মধ্যে তিনি অসুস্থ হতেন। মঙ্গলবার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাখি ভর্তি হন হাসপাতালে। রাখির যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি। রাখি সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। একটি আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো।রাখি সব সময়ই খবরের শিরোনামে উঠে আসেন তাঁর নানা বিতর্কীত কীর্তির জন্য। তাই হাসপাতালে রাখির ছবি দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো এটাও রাখির খবরে থাকার ফন্দি। তবে জানা গিয়েছে, সত্যিই রাখি অসুস্থ।
আচমকাই হাসপাতালে ভর্তি হলেন বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত ।

Leave a Comment