এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা ও পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সঞ্জয় কুমার মিশ্র।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা ও পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সঞ্জয় কুমার মিশ্র। প্রধানমন্ত্রী নিজেই এই পদ দিয়ে তাঁর আর্থিক পরামর্শদাতা পরিষদের পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিয়োগ করেছেন। পিএম-ইএসি একটি স্বাধীন সংস্থা, যা অর্থনৈতিক এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য গঠন করা হয়। এই পরিষদে সাধারণত বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের রাখা হয়। এর বর্তমান চেয়ারম্যান হলেন অর্থনীতিবিদ সুমন বেরি। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এর প্রাক্তন চেয়ারম্যান বিবেক দেবরায়ের মৃত্যুর পর সংস্থাটিতে একটি শূন্যপদ দেখা দেয়।