মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে মিছিল করে কংগ্রেস
“শনিবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে মিছিল করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেন কর্মী সর্মথকরা।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল পরীক্ষায় দূর্নীতি, রাজ্যের হাসপাতাল গুলোতে ডাক্তার-নার্স স্বল্পতা, চিকিৎসার অভাবে রোগী মৃত্যু, হাসপাতাল গুলোর পরিকাঠামো অবনতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সবর হয়েছে সদর জেলা কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে মিছিল করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেন কর্মী সর্মথকরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস নেতা অভিযোগ করে বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ, দাঁতের চিকিৎসক দিয়ে কখনো রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। দাঁতের চিকিৎসকেট নেতৃত্বে রাজ্যে প্রতিটি মেডিক্যাল পরীক্ষার দূর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। এমনকি, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই বলে অভিযোগ করেন তিনি।