বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এ মাসের শেষ দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী। তিনি জানান, বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ। ১৫ দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সারা রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের খাতা উচ্চ মাধ্যমিকের জন্য দুটি স্কুল যথাক্রমে বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং মাধ্যমিকের জন্য চারটি বিদ্যালয় যথাক্রমে কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়।এদিন প্রতিটি স্কুলে খাতা দেখার কাজ ঘুরে দেখেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও কথা বলেন খাতা দেখার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে।