আসন্ন রথযাত্রা উৎসব। এই উৎসবকে সামনে রেখে ইসকন আগরতলার উদ্যোগে এবছর রথ যাত্রার আয়োজন করা হবে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20 Jun.আসন্ন রথযাত্রা উৎসব। এই উৎসবকে সামনে রেখে ইসকন আগরতলার উদ্যোগে এবছর রথ যাত্রার আয়োজন করা হবে। জোরকদমে প্রস্তুতি চলছে রাজধানীর পূর্বাশা প্রাঙ্গনে।আগামী ২৭শে জুন বিকাল তিনটায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হবে ইসকনের রথ। সেখানে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য ভিআইপিরা। পরবর্তীতে তিন তিনটি রথ জগন্নাথ ,বলদেব ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিতভাবে নগর পরিক্রমায় বের হবে। নগর পরিক্রমা শেষে পুনরায় পূর্বাশা প্রাঙ্গনে মাসির বাড়িতে ফিরে আসবে। সেখানে সাত দিনব্যাপী থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকবে। পরবর্তীতে সেখান থেকে উল্টো রথে করে ইসকন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা যাত্রা করবে। সরকারি নির্দেশ মেনে কাঠ দিয়ে ও উচ্চতার দিকে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে তিনটি রথ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ইসকন মন্দিরের এক সন্ন্যাসী। এখন শুধু রথ বের হওয়ার অপেক্ষায় সকলে l
