২১শে জুন ছিল আন্তর্জাতিক যোগা দিবস। এবছর ১১তম যোগা দিবস। যোগা দিবসে প্রধানমন্ত্রী বলেন যোগা সবার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 21 Jun.২১শে জুন ছিল আন্তর্জাতিক যোগা দিবস। এবছর ১১তম যোগা দিবস। যোগা দিবসে প্রধানমন্ত্রী বলেন যোগা সবার। গ্রাম থেকে শহর। বিশ্বের প্রত্যেক প্রান্তে মানুষ যোগাকে নিজের জীবনের অঙ্গ করে নিয়েছে। এদিন আন্তর্জাতিক যোগা দিবসে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তমে ৫ লক্ষ মানুষের সঙ্গে তিনি যোগায় অংশ নেন। বিশ্ব শান্তিতে যোগা কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। ১১তম আন্তর্জাতিক যোগা দিবসে বিশাখাপত্তনমে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যোগে অংশ নেন ৫ লক্ষ মানুষ। আর কে বিচে প্রধানমন্ত্রী ছাড়াও যোগায় অংশ নেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং ওই রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। সেখানেই এক অনুষ্ঠানে মানুষের জীবনে যোগার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।, ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই ২১শে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসঙ্ঘে আবেদন করে ভারত। সেকথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “১১ বছর পর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে যোগা। ২১শে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালনের জন্য ভারত প্রস্তাব দেওয়ার পরপরই বিশ্বের ১৭৫টি দেশ তা সাদরে গ্রহণ করে।” এবছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগা’। প্রধানমন্ত্রী বলেন, “যোগা হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা করে। আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির অংশ বলে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন।”