আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে শুক্রবার আগরতলার বনেদি ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18 July.আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে শুক্রবার আগরতলার বনেদি ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্লাবের এবারের পুজোর থিম উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য নারী স্বশক্তি করণের বিষয়টি তুলে ধরেন। সমাজে নারীদের অবস্থান সবসময় পূজনীয়। বর্তমান সময়ে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারীদের স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে একাধিক গুরুত্বপুর্ণ প্রকল্প গৃহীত হয়েছে। তিনি বলেন, উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে নারীদের অগ্রাধিকারের উদাহরণ মেলে। ত্রিপুরাতেও বিগত দিনে নারীদের দমিয়ে রাখা হত। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নারীদের স্বশক্তিকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান l