ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুর হেব্বাল এস্টার সি এম আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11 Aug. 2025: ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুর হেব্বাল এস্টার সি এম আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালুরে। আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ এক মেডিকেল বুলেটিনে জানায়, গত ৮ই আগষ্ট বিশ্ববন্ধু সেন আগরতলা রেলওয়ে স্টেশনে ট্রেনে বাড়ি সময় শৌচালয়ে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই ৭০ বছর বয়সী বিশ্ববন্ধু সেনকেপ্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর স্ক্যান রির্পোটে মস্তিষ্কের রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। এদিন রাতেই আইএলএস হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। টিএমসি হাসপাতাল থেকে আইএলএসে ভর্তি করা হয়েছিল l টিএমসি হাসপাতাল থেকে আইএলএসে ভর্তি করানোর পর চিকিৎসক দল অল্প সময়ের মধ্যে জরুরি মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করেন। যাতে মস্তিষ্কের উপর জমে থাকা রক্ত অপসারন ও মস্তিষ্কের চার কমানো হয়। পরে তাঁকে সার্জিক্যাল আইসিইউ-তে স্থানান্তর করা হয় উন্নত পরবর্তী চিকিৎসার জন্য। গত ৯ আগস্ট তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং তাঁর রক্তচাপ স্থিতিশীল ছিল। রবিবার সকালে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দিল্লির এইমস থেকে দুই বিশিষ্ট চিকিৎসক—নিউরোলজিস্ট ডা. রাজেশ কুমার সিং ও নিউরোসার্জন ডা. রমেশ শরণাপ্পা দোড্ডামানি—আগরতলা এসেছিলেন। তাঁরা উনার অবস্থা পর্যালোচনা করেন। তাঁরা আইএলএস হাসপাতালের বিভিন্ন চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন। এইমস হাসপাতালের দুজন নিউরোসার্জন শ্রীসেনের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা যর্থাথ হয়েছে বলে জানান।
