মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে “ডিএনএ ক্লাব স্থাপন” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়
রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12 Aug. 2025: রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে “ডিএনএ ক্লাব স্থাপন” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্পর্কে সংবাদ মাধ্যমে মন্ত্রী জানান, ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে। তবে দফতর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব যত্ন সহকারে দেখছে। এই ডি এন এ ক্লাবের মাধ্যমে রাজ্যের অনেক স্কুলকে আওতায় আনতে পারা গেছে । তিনি জানান, বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের যে পরিকাঠামো দরকার তা তৈরি করা হয়। দফতর থেকে প্রতি বছর বিভিন্ন স্কুলের জন্য যে সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি গুলো দরকার এর জন্য ১.২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয় যা দিয়ে এই ডি এন এ ক্লাবের মাধ্যমে তারা তা ক্রয় করে থাকে। এতে গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরাও খুব উপকৃত হচ্ছে।
