স্বাধীনতা দিবসে রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11 Aug. 2025: স্বাধীনতা দিবসে রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে। তাই রাজ্যবাসীর কাছে এই কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। সোমবার তিনি বলেন, দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানসে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২০২২ সাল থেকে প্রতি বছর উৎযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। অন্যান্য বছরের মত এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ২ আগস্ট থেকে ১৫ আগষ্ট প্রতিটি গৃহে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি উৎযাপন করা হবে। মহতী এই উদ্যোগকে সর্বাঙ্গীণভাবে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে রাজ্যের সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
