আগামী চার-পাঁচ দিন দেশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: আগামী চার-পাঁচ দিন দেশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। পাশাপাশি দেশের পূর্ব, পশ্চিম, মধ্য ও পূর্বোত্তর অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বৃহস্পতিবার জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ই মে পর্যন্ত দেশের মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগঢ় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। গুজরাটে ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের কিছু অংশ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে আগামী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক তাপপ্রবাহ চলতে পারে। এছাড়াও ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহে অঞ্চলে অতি আর্দ্র তাপমাত্রাজনিত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।