মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতির কারনে এক রোগীর মৃত্যু হয়েছে।
“ছেলের অভিযোগ, অক্সিজেনের অভাবে তার বাবার মৃত্যুর হয়েছে।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 16 Aug. 2025: এবার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এক চিকিৎসকের গাফিলতির কারনে এক রোগীর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃতের ছেলের অভিযোগ, অক্সিজেনের অভাবে তার বাবার মৃত্যুর হয়েছে। অক্সিজেন নেই হাসপাতালে, তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিষেবা দিতে না পারলেও জিবি হাসপাতালে রেফার লেখার জন্য কোন কর্তব্যরত চিকিৎসক ছিলেন না। জানা গেছে, শনিবার ভোরে মোহনপুরের জগৎপুর এলাকার দীপঙ্কর দেবনাথকে শ্বাসকষ্ট জনিত কারণে মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। ওই সময় একজন জুনিয়র ডাক্তার তাকে দেখেছিল। কিন্তু তিনি নাকি অক্সিজেন চালু করতে পারেননি। এমনকি সিনিয়র ডাক্তার ছাড়া রোগীকে রেফারও করা যায়নি। অপেক্ষা করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দীপঙ্কর দেবনাথ। এমনি অভিযোগ তার পরিবারের।
