নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18 Aug. 2025: বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসকের গাফিলতির কারণে অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা৷ জানা গেছে, রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ওই সময় ইমারজেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন।অস্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিক কে জানালে প্রেসক্রিপশনে ডাব্লিউবিসিটি রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালে ভর্তি না রেখে অস্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইনজেকশন দিয়ে। প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেনি ডঃ রণদীপ ভৌমিক। বাড়িতে নিয়ে আসার পর অস্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোড়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তখন শান্তি বাজার জেলা হাসপাতালে স্থানান্তর দেওয়া হয়।শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অস্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর শিশু কন্যা মৃত্যুর মুখে ঢলে পড়ে। বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকেন। একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটির চরম অবস্থায় দিয়ে চলতে হচ্ছে। এই মর্মান্তিক মৃত্যুতে শিশু কন্যার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে l
চিকিৎসকের গাফিলতির কারণে অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যার মৃত্যু – বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
