বাড়িতে ঢুকে সিপিআইএম প্রার্থীকে মারধর ! ভয়ে আগরতলায় আশ্রিত তিনি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 23rd Sept. 2025: বাড়িতে ঢুকে সিপিআইএম প্রার্থীকে মারধর ! ভয়ে আগরতলায় আশ্রিত তিনি। সোমবার জম্পুই জলা সিপিএম লোকাল কমিটির নেতৃত্ব শ্যামল দেববর্মাকে বাড়িতে ঢুকে মারধর করে ৭ থেকে ৮ জন তিপ্রা মথা দলের কর্মী। খবর পেয়ে জম্পুজলা থানার পুলিশ তাকে তার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় জিরানিয়া হাসপাতালে। চিকিৎসার পর তাকে বর্তমানে রাখা হয়েছে আগরতলা মেলার মাঠ সিপিআইএম পার্টি অফিসে। মঙ্গলবার দিন দুপুরে সিপাহী জলা পুলিশ সুপারের কাছে এই ঘটনায় এফ আই আর দায়ের করেন সিপাহী জলা সিপিআইএম সম্পাদক রতন সাহা। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং বিশালগড় সিপিআইএম নেতৃত্ব পার্থ প্রতিম জুমদার l
