নিখুঁত তুলির টানে সিনেমায় চরিত্রদের তাতে ফুটিয়ে তোলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এতদিন সিনেমার পর্দায় এই শিল্পের সাক্ষী থেকেছেন দর্শকরা। এবার ওয়েব সিরিজের পালা। বলিউডের একঝাঁক সুন্দরীকে নিয়ে ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সাজিয়েছেন বনশালি। সিরিজের পোস্টার, টিজার আগেই প্রকাশ্যে এসেছে। এবার ট্রেলারের পালা। ৩ মিনিট ১১ সেকেন্ডের ঝলকেই কিস্তিমাত করলেন পরিচালক। স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মত জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনশালির এই নতুন সিরিজে। এর পাশাপাশি রয়েছে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম। যাতে পতিতাপল্লির নারীদেরও অবদান রয়েছে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে তাঁরাও জোর কণ্ঠে বলেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
নিখুঁত তুলির টানে সিনেমায় চরিত্রদের তাতে ফুটিয়ে তোলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি।

Leave a Comment