দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন ২১ জন প্রাক্তন বিচারপতি।
চন্দ্রচূড়কে লেখা চিঠিতে প্রাক্তন বিচারপতিদের আশঙ্কা, ‘সংকীর্ণ রাজনৈতিক মানসিকতায় ব্যক্তিগত স্বার্থে দেশের বিচার ব্যবস্থার আস্থা নষ্টের চেষ্টা চলছে। ‘দুর্নীতির অভিযোগে দেশের একের পর এক রাজনৈতিক নেতা বর্তমানে জেলবন্দি। ফেক নিউজ ও চরিত্র হননের মত পন্থা অবলম্বন করে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরির চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। এহেন ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।’ চিঠিতে সরাসরি কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের নাম নেওয়া হয়নি। তবে রাজনীতির কারবারিরা মনে করছেন, বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্টের উদ্বেগ প্রকাশ করে আসলে বিরোধীদেরই নিশানা করা হচ্ছে। কারণ, বিগত দিনে বেশ কয়েকটি ইস্যুতে বিচারব্যবস্থার প্রতি ক্ষোভপ্রকাশ করতে শোনা যায় বিরোধীদের।
ফেক নিউজ ও চরিত্র হননের মতো পন্থা অবলম্বন করে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরির চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী।

Leave a Comment