অতি সম্প্রতি রাজ্যের লংতরাইভ্যালি মহা বিদ্যালয়ে পুলিশের সামনে একদল ছাত্র অধ্যাপককে পেটানোর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শনিবার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: অতি সম্প্রতি রাজ্যের লংতরাইভ্যালি মহা বিদ্যালয়ে পুলিশের সামনে একদল ছাত্র অধ্যাপককে পেটানোর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শনিবার।এদিন তিনি প্রতিক্রিয়ায় বলেন, এই ঘটনার নিন্দার কোন ভাষা নেই। লংতরাইভ্যালি মহা বিদ্যালয়ে যা হয়েছে, এটা নতুন কিছু নয়। এর আগে হাসপাতালেও ডাক্তারদের উপরে এধরনের হামলা হত। ব্লকে ভিডিওদের সঙ্গে হত। আর রাজ্যের অন্য জায়গায় তো এধরনের ঘটনা হয়-ই। শেষ পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে দিবালোকে পুলিশের সামনে একদল ছাত্রের হাতে এসিস্টেন্ট প্রফেসারকে মার খেতে হল। ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলার যে আর অবশেষ নেই তারই প্রমাণ মিলল এই ঘটনায় বলে তিনি জানান।